এপ্রিল ১৩, ১৯৭০ সােমবার ঃ দৈনিক ইত্তেফাক
প্রদেশে বন্যা নিয়ন্ত্রণে টাকার অভাব হয়, কিন্তু গতকাল রবিবার ঢাকাস্থ নওয়াবগঞ্জ পার্কে হাজারীবাগ ইউনিয়ন আওয়ামী লীগের দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির ভাষণ দান প্রসঙ্গে পূর্ব-পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ পূর্ব-পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতির করুণ চিত্র তুলিয়া ধরিয়া বলেন যে, যেখানে পূর্ব-পাকিস্তানের বন্যা নিয়ন্ত্রণের জন্য অর্থাভাব হয়, সেখানে পশ্চিম পাকিস্তানে করাচী, পিন্ডি ও ইসলামাবাদে রাজধানী নির্মাণ এবং পশ্চিম-পাকিস্তানের উন্নয়ন কর্মসূচির জন্য কোটি কোটি টাকা ব্যয়ের সময় অর্থাভাব হয় না। জনাব তাজউদ্দিন আহমদ এক। শ্রেণীর মওলানাদের বিভ্রান্তিমূলক ভুল ফতােয়ার তীব্র সমালােচনা করেন এবং দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি