মার্চ ২৬, ১৯৭০ বৃহস্পতিবার ঃ দৈনিক ইত্তেফাক
আওয়ামী লীগ দেশকে প্রয়ােজনীয় শাসনতন্ত্র প্রদানে উৎসর্গীকৃত ও নেত্রকোনা, ২৩ মার্চ। পূর্ব-পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ এখানে বলেন যে, কোন দেশের শাসনতন্ত্রে অবশ্যই সেই দেশের জনগণের আকাংখার প্রতিফলন থাকিতে হইবে এবং আওয়ামী লীগ পাকিস্তানের জন্য প্রয়ােজনীয় শাসনতন্ত্র প্রদানের জন্য উৎসর্গীকৃত। আটপাড়ায় অনুষ্ঠিত এক জনসভায় বক্তৃতা প্রসঙ্গে জনাব তাজউদ্দিন উপরােক্ত উক্তি করেন। তিনি আরও বলেন যে, পাকিস্তানের গত ২২ বৎসরের ইতিহাস শুধু সাধারণ মানুষ, মধ্যবিত্ত এবং জাতীয় জীবনে যাহারা ন্যায় বিচার দাবি করিয়াছে, তাহাদের শােষণের ইতিহাস। অতীতে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের সংখ্যালঘু প্রদেশগুলির উপর যে অবিচার করা হইয়াছে, তাহার পরিপ্রেক্ষিতেই ৬-দফা প্রণীত হইয়াছে বলিয়া তিনি উল্লেখ করেন। ভবিষ্যতের সকল প্রকার শােষণ ৬-দফার বাস্তবায়নের দ্বারা বন্ধ হইবে বলিয়া তিনি উল্লেখ করেন। জনাব তাজউদ্দিন জনসাধারণের প্রতি এই মর্মে সতর্কবাণী উচ্চারণ করেন যে, প্রতিক্রিয়াশীল শক্তিসমূহ জনগণের স্বার্থ ধুলিস্যাতের প্রচেষ্টায় মাতিয়াছে এবং তাহারা ৬-দফার অপব্যাখ্যা প্রদান করিতেছে। দুই প্রদেশের মধ্যকার অর্থনৈতিক বৈষম্য বর্ণনা করিয়া তিনি বলেন যে, অতীতের সরকারগুলি এই বৈষম্যের জন্য দায়ী। মওলানা মওদুদী, নসরুল্লাহ খান এবং নূরুল আমিনের মত নেতৃবৃন্দ অতীতের সরকারসমূহ কর্তৃক পূর্ব-পাকিস্তানের উপর যে অবিচার করা হইয়াছে, তাহা চাপা দিতে প্রয়াস পাইতেছেন ।
ভাষা আন্দোলনে ছাত্র-হত্যার জন্য নূরুল আমিনই দায়ী এবং এক্ষণে তিনি বাঙ্গালি ও বাংলা ভাষার জন্য কুম্ভীরাশ্রু বর্ষণ করিতেছেন। তিনি আরও বলেন যে, উক্ত সময়কালে ধনী আরও ধনী হইয়াছে এবং | দরিদ্র আরও দরিদ্র হইয়াছে। দেশের সমগ্র অর্থ বাইশটি পরিবারের হাতে পুঞ্জীভূত হইয়াছে। পাট উৎপাদক চাষিদের বিষয় উল্লেখ করিয়া জনাব তাজউদ্দিন বলেন যে, পাট চাষিদেরকে আজ অনাহারে দিন যাপন করিতে হইতেছে এবং আদমজীরা তাহাদের অর্থ ও সম্পত্তি বহুগুণ বৃদ্ধি করিয়াছে ও প্রতি মণ পাট আশি-নব্বই টাকা দরে বিক্রয় করিতেছে। তিনি উল্লেখ করেন যে, তাহার দল ক্ষমতাসীন হইলে পাটের ন্যায্য মূল্য ধার্য করিবে। জনাব তাজউদ্দিন আওয়ামী লীগের ইতিহাস বর্ণনা করিয়া বলেন যে, দলের নেতৃবৃন্দকে বিশেষ করিয়া দলীয় প্রধান শেখ মুজিবুর রহমানকে বহু জেল-জুলুম ও অত্যাচার সহ্য করিতে হইয়াছে। উহার একমাত্র কারণ হইল, তাহারা দেশের কৃষক, শ্রমিক এবং সাধারণ মানুষের প্রতি ন্যায্য ব্যবহার দাবি করিয়াছিলেন
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি