মার্চ ১৮, ১৯৭০ বুধবার ঃ দৈনিক ইত্তেফাক
দাবি আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম চলিবে : স্টাফ রিপাের্টার। “কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক ও মধ্যবিত্ত শ্রেণীর ন্যায্য অধিকার আদায়ই আওয়ামী লীগের লক্ষ্য। গতকাল ঢাকা হইতে ২০ মাইল দূরে জয়দেবপুরে এক বিরাট জনসভায় বক্তৃতা | প্রসঙ্গে পূর্ব-পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ উপরােক্ত ঘােষণা করেন। তিনি বলেন যে, তাহাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সংগ্রাম অব্যাহত থাকিবে। আওয়ামী লীগ সম্পাদক জানান | যে, দেশের শতকরা ৮০ ভাগেরও অধিক সম্পদ আজ দেশের এক অংশে পুঞ্জীভূত হইয়াছে। জনাব তাজউদ্দিন অভিযােগ করেন যে, ১৬ বৎসর পূর্বে প্রদেশের বন্যা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে কুগ মিশন রিপাের্ট প্রদান করে এবং উহা কার্যকরি করিতে ১৬শত কোটি টাকা ব্যয়ের সুপারিশ করা হইয়াছিল। তিনি বলেন যে, গত ১৬ বৎসরে বন্যায় প্রদেশের যে ক্ষয়ক্ষতি হইয়াছে উহার পরিমাণ সুপারিশকৃত ব্যয়ের দ্বিগুণেরও বেশি হইবে। আওয়ামী লীগ সম্পাদক অভিযােগ করেন যে, পূর্ব-পাকিস্তানের জীবনমরণ সমস্যা বন্যা প্রতিরােধের কোন ব্যবস্থা দীর্ঘ ২২ বৎসরের মধ্যে করা হয় নাই। জনাব তাজউদ্দিন আহমদ এক শ্রেণীর মওলানাদের সম্বন্ধে জনসাধারণকে সতর্ক করিয়া দিয়া বলেন, বিভিন্ন সময় ইহারাই পাকিস্তান, কায়েদে আযম, যুক্ত নির্বাচন ও ফাতেমা জিন্নার নির্বাচনের বিরুদ্ধে ফতােয়া জারি করিয়াছিলেন।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি