You dont have javascript enabled! Please enable it!

মার্চ ৫, ১৯৭০ শুক্রবার ও দৈনিক ইত্তেফাক

দেশবাসী গণ-বিরােধীদের কথা বিস্মৃত হইবে না ? ভালুকা (ময়মনসিংহ), ৪। মার্চ। প্রাদেশিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ। অভিযােগ করেন যে, কায়েমী স্বার্থের তল্পিবাহকরা বাংলার দাবি-দাওয়া উঠিলেই। ইসলাম বিপন্ন’, ‘সংহতি বিপন্ন’ প্রভৃতি ধ্বনি তুলিয়া উহা বানচালের অপচেষ্টায় লিপ্ত হয়। জনাব তাজউদ্দিন বলেন যে, বাংলার দাবি-দাওয়া উত্থাপন করা হইলেই এক | শ্রেণীর ধর্ম ব্যবসায়ী ও কায়েমী স্বার্থের তল্পিবাহক সংহতি ও ইসলাম বিপন্ন বলিয়া | জিগির তুলিতে থাকে। বাংলার আপামর জনতার প্রাণের দাবি ৬-দফা বানচালের জন্যও তাহারা একই ধুয়া তুলিতেছে বলিয়া উল্লেখ করিয়া জনাব তাজউদ্দিন সংশ্লিষ্ট মহলের প্রতি প্রশ্ন করেন ভিত্তিহীন অভিযােগ না তুলিয়া দেখাইয়া দিন ৬-দফা কর্মসূচির কোন দফাটি সংহতি বা ইসলাম বিরােধী ? তিনি আরও বলেন যে, ১৫শত কোটি টাকা ব্যয়ে সিন্ধু অববাহিকা পরিকল্পনা বাস্তবায়িত হইয়াছে, ৫শত কোটি টাকা ব্যয়ে নয়া রাজধানী হইয়াছে। বাংলার কষ্টার্জিত অর্থে পশ্চিম পাকিস্তানের উপর মরুভূমিকে মরুদ্যানে পরিণত করা হইয়াছে; কিন্তু অর্থাভাবের | অজুহাত তুলিয়া বাংলার বন্যা নিয়ন্ত্রণের দাবিকে বাস্তবায়ন করা হয় নাই কেন ? সংহতি ও ইসলাম দরদীরা জবাব দিবেন কি? পিডিপি নেতাদের সমালােচনা করিয়া জনাব তাজউদ্দিন বলেন, গণতন্ত্রের বড় বড় বুলি আওড়ানাের আগে একবার | নিজেদের অতীতের কার্যকলাপের কথা স্মরণ করুন। তিনি বলেন, আপনারা ভুলিয়া গেলেও দেশবাসী আপনাদের গণ-বিরােধী ভূমিকার কথা ভুলিয়া যায় নাই।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!