You dont have javascript enabled! Please enable it!

ফেব্রুয়ারি ২৫, ১৯৭০: দৈনিক ইত্তেফাক

ইসলামের হিতৈষী নহেঃ পটুয়াখালি, ২৩ ফেব্রুয়ারি। গতকাল এখানে অনুষ্ঠিত। এক বিরাট জনসভায় প্রাদেশিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব। তাজউদ্দিন আহমদ ইসলামের তথাকথিত হিতৈষীদের প্রতি রাজনৈতিক উদ্দেশ্য। হাসিল ও তাহাদের প্রভুদের স্বার্থ সংরক্ষণের জন্য ধর্মের নাম ব্যবহার না করার আহ্বান জানান। কোরানের উদ্ধৃতি দিয়া তিনি বলেন যে, বৈষয়িক স্বার্থ সিদ্ধির। জন্য ধর্মের নাম ব্যবহার ইসলাম অনুমােদন করে না। জনাব তাজউদ্দিন আহমদ। বলেন যে, যাহারা মসজিদকে রাজনৈতিক প্লাটফর্ম হিসাবে ব্যবহার করে এবং জনগণের দাবি নস্যাৎ করিবার জন্য ধর্মের ভীতি প্রদর্শন করে, প্রকৃতপক্ষে তাহারা। ইসলামের হিতৈষী নয়। জামাতে ইসলামের নেতৃবৃন্দ কর্তৃক ৬-দফার সমালােচনা ও আওয়ামী লীগের। কর্মসূচিকে অনৈসলামিক অভিহিতকরণ প্রসঙ্গে জনাব তাজউদ্দিন অভিযােগ করেন। যে, যখনই বাংলাদেশের জনগণ কোন ন্যায্য দাবি উত্থাপন করে, তখন এই সকল ব্যক্তি একই স্লোগান ব্যবহার করিয়া থাকে। তিনি আরও বলেন, ভাষা আন্দোলনকালে এবং মুক্ত নির্বাচন ব্যবস্থা প্রশ্নে তাহারা ইসলাম বিপন্ন বলিয়া স্লোগান তুলিয়াছিল। কিন্তু ঐ বিষয়গুলি ইসলামকে আদৌ বিপন্ন করে নাই। ৬দফা দাবি বাস্তবায়িত হইলেও ইসলাম বিপন্ন হইবে না বলিয়া তিনি উল্লেখ করেন। ৬ দফার প্রতিটি দফার ব্যাখ্যা দিয়া জনাব তাজউদ্দিন প্রশ্ন করেন, উহার কোন। দফাটি অনৈসলামিক ?

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!