You dont have javascript enabled! Please enable it! 1970.02.05 | দৈনিক ইত্তেফাক-শ্রম নীতির পুনর্বিবেচনা চাই - সংগ্রামের নোটবুক

ফেব্রুয়ারি ৫, ১৯৭০ বৃহস্পতিবার ঃ দৈনিক ইত্তেফাক

শ্রম নীতির পুনর্বিবেচনা চাই : পূর্ব-পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ সিলেটের জনসভায় বক্তৃতাকালে সরকারের প্রতি শ্রম। নীতি পুনর্বিবেচনায় আহ্বান জানান। চা বাগান শ্রমিকদের দাবি-দাওয়ার প্রতি সমর্থন জানাইয়া আওয়ামী লীগ নেতা বলেন যে, তাহাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাহার দল সব সময় সমর্থন ও সহযােগিতা প্রদান করিবে। জনাব তাজউদ্দিন বলেন যে, আওয়ামী লীগ সরকার ফেঞ্চুগঞ্জে যে সার কারখানা প্রতিষ্ঠা। করিয়াছিল উহাকে আজও পূর্ণাঙ্গ করিয়া ভােলা হয় নাই। তিনি আরও বলেন, শ্রীমঙ্গলে স্থাপিত চা গবেষণা ইন্সটিটিউটও যথাযথভাবে কার্য পরিচালনার সুযােগ পাইতেছে না। আওয়ামী লীগ নেতা এ অবস্থার উন্নতির দাবি জানান। সিলেটে কাগজের কলের পরিবর্তে মন্ড তৈরির কারখানা প্রতিষ্ঠিত হইতেছে দেখিয়াও তিনি ক্ষোভ প্রকাশ করেন।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি