You dont have javascript enabled! Please enable it! 1970.01.18 | দৈনিক ইত্তেফাক-তাজউদ্দিনের সমর্থন - সংগ্রামের নোটবুক

জানুয়ারি ১৮, ১৯৭০ রবিবার ঃ দৈনিক ইত্তেফাক

তাজউদ্দিনের সমর্থন ও স্টাফ রিপাের্টার। পূর্ব-পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ গতকাল (শনিবার) এক বিবৃতিতে কেন্দ্রীয় ছাত্র-সংগ্রাম পরিষদ ঘােষিত ১১-দফা সপ্তাহের কর্মসূচির প্রতি সমর্থন ঘােষণা করিয়া আগামী ২৫ জানুয়ারি পল্টন ময়দানে আহুত জনসভায় যােগদানের মাধ্যমে বিগত আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং পুনরায় গণ-অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আত্মনিয়ােগের শপথ গ্রহণের জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান। বিবৃতিতে তিনি বলেন যে, গত বছর এই দিনে স্বৈরাচারী সরকার উৎখাত এবং আওয়ামী লীগের ৬-দফা ও ছাত্রদের ১১-দফার ভিত্তিতে স্বায়ত্তশাসনসহ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য প্রচন্ড গণ-আন্দোলন পরিচালিত হয়। ছাত্রদের নেতৃত্বে পরিচালিত এই গণ-আন্দোলনের ফলেই গণ-বিরােধী শাসককুলের পতন ঘটে এবং দেশের রাজনৈতিক দিগন্তে নুতন আশার আলাে হাসিয়া ওঠে।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি