২৫ অক্টোবর ১৯৭১ঃ পিআইএ এর সিলেট লন্ডন ফ্লাইট চালু
পিআইএ ৫টি ফকার বিমানের সাহায্যে সিলেট থেকে লন্ডন গামী যাত্রীদের ঢাকায় এনে করাচী হয়ে যাত্রীদের ২৪ ঘণ্টায় লন্ডন যাওয়ার ব্যবস্থা করেছে। ঢাকায় আসার পর যাত্রীরা বোয়িং বিমানে লন্ডন যাচ্ছেন। গত কয়দিনে ১৮১ জন যাত্রী এভাবে লন্ডন গিয়েছেন। পিআইএ নিজ উদ্যোগে যাত্রীদের স্ব স্ব এলাকা থেকে বিমানবন্দরে আনার ব্যবস্থা করেছে। লন্ডনগামী এসকল যাত্রীদের বিমানে চড়ার পূর্বে ছাতক সিমেন্ট ফ্যাক্টরি পরিদর্শন করিয়ে আনা হয় যাতে ছাতক দখল সম্পর্কে ভারতীয় মিথ্যা প্রোপাগান্ডা তারা বিদেশে ছড়িয়ে দিতে পারে। যাত্রীদের সার্বিক দেখাশুনা করছেন সিলেটের জেলা প্রশাসক।