You dont have javascript enabled! Please enable it! 1971.10.25 | জামাতে ইসলামী ও অঙ্গসংগঠন তৎপরতা - সংগ্রামের নোটবুক

২৫ অক্টোবর ১৯৭১ঃ জামাতে ইসলামী ও অঙ্গসংগঠন তৎপরতা

কেন্দ্রীয় জামাতে ইসলামী জামাতের ভারপ্রাপ্ত আমীর মিয়া তফায়েল প্রাদেশিক জামাত আমীর গোলাম আজমের কাছে প্রেরিত তার বার্তায় সম্প্রতি উপনির্বাচনে তার দল থেকে নির্বাচিত সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। প্রাদেশিক ইসলামী ছাত্র সংঘ ঢাকায় প্রাদেশিক ইসলামী ছাত্র সংঘের এক সভায় ভারপ্রাপ্ত সভাপতি আলী আহসান মুজাহিদ বলেছেন পাকিস্তান রক্ষায় এবং সংগঠনের আদর্শ রক্ষায় তার দলের সদস্যরা শেষ রক্তবিন্দু দেয়ার জন্য সংকল্পবদ্ধ। তিনি বলেন লক্ষ লক্ষ পূর্ব পাকিস্তানীদের ভারত ও এর সহযোগীদের ষড়যন্ত্র অনুধাবন করতে হবে এবং সাহসিকতার সাথে তাদের চক্রান্ত প্রতিহত করতে হবে। সভায় ঢাকা শহর ইসলামী ছাত্রসংঘের নতুন কর্মপরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয় শামসুল হক এবং মোস্তফা শওকত ইমরান।

আব্বাস আলী খান জামাত নেতা ও শিক্ষামন্ত্রী মওলানা আব্বাস আলী খান পাঠ্য পুস্তক পর্যলোচনা কমিটির সঙ্গে এদিন বৈঠক করেন। পরে তিনি ঢাকায় আগত পশ্চিম পাকিস্তানী ছাত্র প্রতিনিধিদলকে পূর্ব পাকিস্তানের রাজাকার আল বদর কার্যক্রম সম্পর্কে ধারনা দেন। পরে এই দল ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে রাজাকার আল বদরদের প্রশিক্ষন ও কার্যক্রম প্রতেক্ষ করেন। একেএম ইউসুফ জামাত নেতা ও রাজস্ব মন্ত্রী একেএম ইউসুফ সিলেটে জামাতের অঙ্গসংগঠন চাষি কল্যাণ সমিতির এক সভায় বক্তব্য দেন।