You dont have javascript enabled! Please enable it!

২৫ অক্টোবর ১৯৭১ঃ বেলজিয়ামে ইন্দিরা গান্ধী

রাজা বাউদাইন ও প্রধানমন্ত্রী গেসটন আইস্কেন এর সাথে বৈঠকে মিলিত হন। রাজা বাউদাইন ইন্দিরা গান্ধীকে মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করেন। সেখানে তিনি বলেন ভিন্ন একটি রাষ্ট্রের দায় এসে পড়েছে ভারতের উপর। এ সমস্যা সমাধানের দায়িত্ব পৃথিবীর প্রতিটি রাষ্ট্রের। বেলজিয়াম নেতৃবৃন্দ ও মনে করেন বাংলাদেশ সমস্যার আশু সমাধান প্রয়োজন। বেলজিয়ামের রয়েল ইন্সটিটিউটে এক ভাষণে ইন্দিরা গান্ধী বলেন ভারতের সামনে এমন এক সমস্যার সৃষ্টি হয়েছে যা পূর্বের সকল সঙ্কটকে ছাড়িয়ে গেছে। সম্পূর্ণ বেলজিয়ামের সমান সংখ্যক লোক এখন ভারতে আশ্রয় গ্রহন করছে। পাকিস্তানের সামরিক শাসকদের অত্যাচারে এরা বিতারিত। শরণার্থী সঙ্কট ভারতের স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত করছে। বাংলাদেশের ঘটনা সম্পর্কে তিনি বলেন এটা প্রচলিত কোন গৃহযুদ্ধ নয়। নির্বাচনে যারা বিজয়ী হয়েছিল তাদের ব্যাপকভাবে দমন, হত্যা, নির্যাতনের কারনেই তারা আত্মরক্ষার পথ বেছে নিয়েছে। তিনি বলেন পাকিস্তানের সাথে যুদ্ধে ভারত কোন উস্কানিমুলক কিছু করবে না।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!