You dont have javascript enabled! Please enable it! 1970.01.05 | দৈনিক ইত্তেফাক-বাংলার ধর্মভীরু মুসলমানরা এবারও ফতােয়াবাজদের চক্রান্ত ব্যর্থ করিবে - সংগ্রামের নোটবুক

জানুয়ারি ৫, ১৯৭০ সােমবার ঃ দৈনিক ইত্তেফাক

বাংলার ধর্মভীরু মুসলমানরা এবারও ফতােয়াবাজদের চক্রান্ত ব্যর্থ করিবে ? নারায়ণগঞ্জ (ঢাকা), ৪ জানুয়ারি। অগণিত ছাত্র, জনতা, মেহনতী মানুষের চরম  আত্মত্যাগের বিনিময়ে আজ যখন দেশবাসীর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার সম্ভাবনা দেখা যাইতেছে, ঠিক সেই মুহূর্তে উহাকে বানচাল করার নিশ্চিত উদ্দেশ্যে যাহারা  “ভােটের আগে ভাতের” আওয়াজ তুলিয়া দেশের সরল প্রাণ জনসাধারণকে বিভ্রান্ত করার প্রয়াস পাইতেছেন, তাহারা আসলে দেশবাসীর জন্য ভাতও চান না, ভােটও | চান না। চরম হঠকারী পথে তাহারা শুধু বিশৃঙ্খলা সৃষ্টির মারফত বহু প্রতীক্ষিত সাধারণ নির্বাচনকে ঠেকাইয়া রাখিয়া বাংলার জনসাধারণের ভাগ্যকে চিরতরে তমসাচ্ছন্ন করিবার খেলায় মাতিয়াছেন। আজ আদমজী নগরের অদূরে সিদ্ধিরগঞ্জে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়ােজিত এক বিরাট জনসভায় পূর্ব-পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমদ উপরােক্ত মন্তব্য করেন।

তিনি বলেন, বিগত গণআন্দোলনে ছাত্রসমাজ কর্তৃক রচিত ঐতিহাসিক ১১-দফা দাবির ২য় দফায় এই নির্বাচনের কথা উল্লিখিত থাকিলেও একশ্রেণীর রাজনৈতিক ধোঁকাবাজরা একদিকে ১১-দফার সমর্থনে সােচ্চার হইয়াও উহার প্রধানতম দফাটি বাস্তবায়নের পথে ভােটের আগে ভাতের কথা বলিয়া নির্বাচিত গণপ্রতিনিধিদের বদলে সামরিক শাসকদের কাছেই দেশের সমস্যার সমাধান খুঁজিয়া বেড়াইতেছেন। অপর একদল ধর্মব্যবসায়ী কায়েমী স্বার্থান্বেষীর উল্লেখ করিয়া জনাব তাজউদ্দিন ঘােষণা করেন, বাংলার ধর্মভীরু মুসলমান ইহাদের ধোঁকাবাজিতে পড়িবে না। তিনি বলেন, এই অধিকার সচেতন মানুষগুলি পাকিস্তান আন্দোলনে এই সব ধর্ম ব্যবসায়ীর পাকিস্তান বিরােধী ফতােয়া অগ্রাহ্য করিয়া তাহাদের সকল চক্রান্ত বানচাল করিয়া যেমনিভাবে পাকিস্তান হাসিল করিয়াছিল তেমনি এবারও তাহারা  ১২ কোটি গণ-মানুষের মুক্তি সনদ ৬-দফাকে বাস্তবায়িত করার কাজে ঐসব কায়েমী স্বার্থবাদীকে হতাশ করিয়া দিবে।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি