জানুয়ারি ৫, ১৯৭০ সােমবার ও দৈনিক ইত্তেফাক
বাংলা ছাত্র লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে তাজউদ্দিন ও সভায় বক্তৃতা প্রসঙ্গে ছাত্র লীগের অন্যতম প্রতিষ্ঠাতা জনাব তাজউদ্দিন আহমদ বলেন যে, পাকিস্তান প্রতিষ্ঠার পর স্বার্থসর্বস্ব মুসলিম লীগ যখন পথভ্রষ্ট হয় তখন ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত ছাত্র লীগই জনগণের কর্তব্য নির্দেশ করে এবং চক্রান্তকারীদের অপচেষ্টা প্রতিহত করিয়া বাংলার ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় ব্রতী হয়। ছাত্রলীগ কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের তারুণ্যের তেজ হইতে শক্তি ও প্রেরণা সঞ্চয় করিয়া আমরা ভবিষ্যতে গণ-অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালাইয়া যাইব।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি