ডিসেম্বর ১৬, ১৯৬৯ মঙ্গলবার : দৈনিক ইত্তেফাক
শোষণহীন সমাজ ব্যবস্থা কায়েমই আওয়ামী লীগের লক্ষ্য পূর্ব-পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ তাহার ভাষণে বলেন যে, জাতি এক মহা দুর্যোগের মধ্য দিয়া চলিতেছে। এই দুর্যোগ উত্তরণের উদ্দেশ্যে তিনি ত্যাগী নেতৃত্বের পিছনে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান। তিনি বলেন, স্বাধীনতা লাভের পর হইতেই জনসাধারণ এ দেশের সম্পদ এ দেশের মানুষের কল্যাণে নিয়ােজিত করার জন্য সংগ্রাম করিতেছেন। কিন্তু কায়েমী স্বার্থবাদী। মহলের কারসাজিতে তাহা সম্ভব হইতেছে না। তিনি সেই কায়েমী স্বার্থবাদী মহল যাহাতে ভবিষ্যতে এ দেশের মাটিতে মাথাচাড়া দিয়া উঠিতে না পারে, তার প্রতি সতর্ক দৃষ্টি রাখার জন্য আহ্বান জানান।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি