You dont have javascript enabled! Please enable it!

জানুয়ারি ৪, ১৯৭০ রবিবার ঃ দৈনিক ইত্তেফাক

২২টি পরিবারের শােযণে সােনার বাংলা শ্মশানে পরিণত হইয়াছে। বিশেষ প্রতিনিধি প্রদত্ত। হাতিরদিয়া (ঢাকা), ২ জানুয়ারি। পূর্ব-পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ আজ এখানে অনুষ্ঠিত এক বিরাট জনসভায় বাংলার আপামর জনতার সুদীর্ঘ বাইশ বছরব্যাপী বঞ্চনা ও নির্যাতনের বিবরণ দান প্রসঙ্গে বলেন যে, গণ-বিরােধী সরকারের সযত্ন পৃষ্ঠপােষকতায় কায়েমী স্বার্থবাদীরা দেশের সমুদয় সম্পদ মাত্র ২২টি পরিবারের কুক্ষিগত করিতে সক্ষম হইয়াছে আর অপরদিকে দারিদ্র্য, বুভুক্ষা ও ঝড়-বন্যার অভিশাপে সােনার বাংলা শ্মশান হইয়া গিয়াছে। তিনি বলেন যে, পুঁজিপতিরা ৮ বছর পর্যন্ত ট্যাক্স হলিডে পাইয়াছে। কিন্তু বাংলার সর্বস্বান্ত কৃষককুলের খাজনা ও ট্যাক্স মওকুফ করা হয় নাই। জনাব তাজউদ্দিন আহমদ দৃপ্তকণ্ঠে ঘােষণা করেন যে, শহীদদের রক্ত বৃথা যাইতে দেওয়া হইবে না। নির্বাচনের মাধ্যমে জনগণের সার্বভৌম সরকার কায়েম করিয়া শহীদদের রক্ত দানকে চূড়ান্ত সাফল্যের পথে ধাবিত করার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানাইয়াছেন। তিনি বলেন যে, শহীদরা বঞ্চিত মানুষের যে সব দাবি-দাওয়া আদায়ের জন্য রক্ত দান করিয়াছেন সেই সব দাবি-দাওয়া আদায়ের পথ নির্বাচন। একমাত্র ৬-দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমেই বাংলার প্রতি যে অবিচার করা হইয়াছে এবং হইতেছে, উহার নিরসন সম্ভব বলিয়া মন্তব্য করিয়া জনাব তাজউদ্দিন গ্রামে গ্রামে ৬-দফার দুর্ভেদ্য দুর্গ গড়িয়া তােলার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!