You dont have javascript enabled! Please enable it! 1969.12.29 | দৈনিক ইত্তেফাক-শ্রমিক লীগের ৫ দফা দাবি অবিলম্বে মানিয়া লওয়ার আহ্বান - সংগ্রামের নোটবুক

ডিসেম্বর ২৯, ১৯৬৯ সােমবার : দৈনিক ইত্তেফাক

শ্রমিক লীগের ৫ দফা দাবি অবিলম্বে মানিয়া লওয়ার আহ্বান ঃ স্টাফ রিপাের্টার। পূর্ব-পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ গত শনিবার এক বিবৃতিতে জাতীয় শ্রমিক লীগের ৫-দফা দাবিকে “ন্যায্য ও যুক্তিসংগত” বলিয়া অভিহিত করিয়া উহা মানিয়া নেওয়ার জন্য সরকার এবং শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানসমূহের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। প্রসঙ্গতঃ উল্লেখযােগ্য, এই ৫-দফা দাবিতে জাতীয় শ্রমিক লীগ আগামী ১ জানুয়ারি প্রদেশের সর্বত্র কল-কারখানা ও শিল্প-বাণিজ্য প্রতিষ্ঠানগুলিতে প্রতীক ধর্মঘট পালনের আহ্বান জানাইয়াছেন। সংবাদপত্রে প্রদত্ত উল্লিখিত বিবৃতিতে জনাব তাজউদ্দিন দেশ রাজনৈতিক ও অর্থনৈতিক সঙ্কটের সম্মুখীন বলিয়া উল্লেখ করিয়া বলেন যে, কার্টেল ও মনােপলি প্রথাসমৃদ্ধ ভ্রান্ত অর্থনৈতিক পরিকল্পনার জের হিসাবে সমাজের বিভিন্ন শ্রেণীর লােকের মধ্যে সম্পদ বন্টনের ক্ষেত্রে বিরাট বৈষম্যের সৃষ্টি হইয়াছে।

আওয়ামী লীগ সম্পাদক আরও বলেন যে, নিত্যপ্রয়ােজনীয় দ্রব্যাদির অস্বাভাবিক উচ্চমূল্য, সাধারণ নাগরিকদের উপর প্রত্যক্ষ ও পরােক্ষভাবে উচ্চহারে কর ধার্যকরণ, শতকরা ৯৫ ভাগ লােকের আয়ের হার নিম্নতম প্রয়ােজনের চাইতেও নীচে অবস্থান এবং বিগত দশকে আইনগত ও সাংগঠনিক প্রতিবন্ধকতার দরুন রাজনৈতিক, সামাজিক ও ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠানসমূহের স্বাভাবিক বিকাশের অভাব পরিস্থিতিকে আরও জটিল করিয়া তুলিয়াছে। তিনি উল্লেখ করেন যে, দেশ যখন গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার প্রহর গণিতেছে সেই সময় অর্থনৈতিক ক্ষেত্রেও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়া আসুক প্রতিটি সুস্থ বুদ্ধিসম্পন্ন লােক এই আশাই পােষণ করিতেছেন।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি