You dont have javascript enabled! Please enable it!

ডিসেম্বর ১৮, ১৯৬৯ বৃহস্পতিবার ঃ দৈনিক ইত্তেফাক

প্রাথমিক ভােটার গণনার মেয়াদ বৃদ্ধি দাবি ঃ স্টাফ রিপাের্টার। পূর্ব-পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ কোন প্রাপ্তবয়স্ক নাগরিকই যাহাতে ভােটাধিকার হইতে বঞ্চিত না হয়, উহার নিশ্চয়তা বিধানের উদ্দেশ্যে প্রাথমিকভাবে ভােটার তালিকাভূক্তির মেয়াদ বৃদ্ধির জন্য নির্বাচনী কমিশনের প্রতি আহ্বান জানাইয়াছেন। গতকাল (বুধবার) সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে তিনি বলেন যে, পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মত স্বীয় প্রতিনিধিদের মাধ্যমে ভাগ্য নির্ধারণের উদ্দেশ্যে প্রতিশ্রুত সাধারণ নির্বাচনের জন্য জাতি গভীর আগ্রহ সহকারে অপেক্ষা করিতেছে। তিনি বলেন, ভােটার তালিকা প্রণয়নের মেয়াদ চলিয়া যাইতেছে। অথচ বিপুলসংখ্যক লােকের নাম ভােটার তালিকা হইতে বাদ পড়ার আশংকা দেখা দিয়াছে। জনাব তাজউদ্দিন বলেন, ভােট গণনাকারীরা এখনও বহু বাড়িতে পদার্পনই করে নাই বা যে সব বাড়িতে ভােটার ফরম দিয়া আসিয়াছে, সেগুলি সংগ্রহ করিয়া আনে নাই বলিয়া অভিযােগ পাওয়া যাইতেছে। বিশেষতঃ দরিদ্র এবং অশিক্ষিত লােকজন এই ফরম দিয়া কি করিতে হইবে বুঝিয়া উঠিতে পারিতেছেন ভােটার তালিকাভূক্তির জন্য আপত্তি দাখিলের জন্য যে সময় নির্দিষ্ট করিয়া দেওয়া হইয়াছে সে প্রসঙ্গে তিনি আশংকা প্রকাশ করেন যে, এই সময়ের মধ্যে দরিদ্র ও অশিক্ষিত লােকজনসহ বিপুলসংখ্যক লোেক দূরবর্তী অফিসে গিয়া ভােটার তালিকা যাচাই করিয়া আপীল দাখিল করিতে পারিবেন এমনটা আশা করা যায় না। এ প্রসঙ্গে জনাব তাজউদ্দিন ভােটার তালিকাভূক্তির ব্যাপারে জনসাধারণ ও নির্বাচনী কমিশনের কর্মচারিদের সহিত পুরামাত্রায় সহযােগিতা করার জন্য দলীয় কর্মীদের প্রতি আহ্বান জানান।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!