You dont have javascript enabled! Please enable it! 1969.10.30 | দৈনিক ইত্তেফাক-অনতিবিলম্বে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের দাবি - সংগ্রামের নোটবুক

অক্টোবর ৩০, ১৯৬৯ বৃহস্পতিবার ঃ দৈনিক ইত্তেফাক

অনতিবিলম্বে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের দাবি ঃ স্টাফ রিপাের্টার। গত রবিবার টাঙ্গাইলের অন্তর্গত মীর্জাপুর থানা আওয়ামী লীগের কর্মী সম্মেলনে বক্তৃতা প্রসঙ্গে পূর্ব-পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ দেশের বর্তমান সংকট উত্তীর্ণ হওয়ার জন্য অনতিবিলম্বে দেশে প্রাপ্তবয়স্ক ভােটাধিকার ও জনসংখ্যাভিত্তিক সাধারণ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। তিনি বলেন যে, বিগত ২২ বৎসর দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত না হওয়ার ফলেই আজ দেশ বহুবিধ সমস্যার সম্মুখীন। তিনি বলেন যে, জনসাধারণ তাহাদের প্রতিনিধিদের মারফত দেশের সমস্যাবলীর সমাধান চায়। জনাব তাজউদ্দিন চরম দক্ষিণপন্থী ও চরম বামপন্থীদের ক্রিয়াকর্ম সম্পর্কে তীক্ষ্ণ নজর রাখিতে জনসাধারণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন যে, কায়েমী স্বার্থবাদে সামান্যতম আঘাত লাগিলেই ইসলামের নামে চরম দক্ষিণপন্থীরা কর্মতৎপর হইয়া উঠে। চরম বামপন্থীদের স্বরূপ উদঘাটন করিয়া বলেন যে, ইহারা ভােটের আগে ভাত চান, কিন্তু কে তাহাদের ভাত দিবে, নির্বাচিত গণপ্রতিনিধি ছাড়া? তিনি। বলেন যে, প্রকৃত গণ-প্রতিনিধি নির্বাচন করার মাধ্যমেই জনসাধারণ ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসা, ন্যায্য মূল্যে দ্রব্যাদি প্রাপ্তি এবং উৎপাদিত দ্রব্যের প্রাপ্য মূল্য আশা করিতে পারেন। জনাব তাজউদ্দিন অনতিবিলম্বে সভা-সমিতি অনুষ্ঠানের প্রতিবন্ধকতাসমূহ তুলিয়া। নেওয়ার জন্য কর্তৃপক্ষের নিকট দাবি জানান।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি