You dont have javascript enabled! Please enable it! 1969.03.22 | দৈনিক ইত্তেফাক-আদমজী নগরের ঐতিহাসিক জনসভায় নেতা তাজউদ্দিনের বক্তৃতা - সংগ্রামের নোটবুক

মার্চ ২২, ১৯৬৯ শনিবার ঃ দৈনিক ইত্তেফাক

আদমজী নগরের ঐতিহাসিক জনসভায় নেতা তাজউদ্দিনের বক্তৃতা ঃ পূর্বপাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ বক্তৃতা প্রসঙ্গে আদমজী নগরের সংগ্রামী শ্রমিক সমাজকে তার হৃদয় নিংড়ানাে সংগ্রামী অভিনন্দন জানান। তিনি বলেন যে, ছাত্র, শ্রমিক ও জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফলেই আজ তাহারা এখানে সমবেত হওয়ার সুযােগ পাইয়াছেন। তিনি বলেন যে, আর কোনদিন দুনিয়ার আলাে বাতাস তাহারা দেখিতে পাইবেন কি-না ইহাও অনেকে ভাবিত। কিন্তু ছাত্র, শ্রমিক ও জনতা তাহাদের আবার মুক্ত করিয়া আনিয়াছে। জনাব তাজউদ্দিন আহমদ কড়ায় গন্ডায় দাবি আদায় না হওয়া পর্যন্ত অনিরুদ্ধ গতিতে আন্দোলন চলিবে বলিয়া ঘােষণা করেন। তিনি বলেন যে, যে কোন আন্দোলনে আওয়ামী লীগ জনগণের সঙ্গে থাকিবে। তিনি বলেন যে, শৃংখলা ও সতর্কতার সঙ্গে দুর্বার গতিতে আন্দোলন চালাইয়া যাইতে হইবে। গণআন্দোলনকে বানচাল করার জন্য প্রতিক্রিয়াশীল চক্র তৎপর হইয়াছে উঠিয়াছে। বলিয়া তিনি উল্লেখ করেন এবং বলেন যে, জাগ্রত শ্রমিক সমাজকে এ ব্যাপারে সতর্ক থাকিতে হইবে। তিনি আরও বলেন যে, ছাত্র, শ্রমিক ও জনতাকে কেহই ধোকা দিতে পারিবে না।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি