You dont have javascript enabled! Please enable it!

মার্চ ১৮, ১৯৬৯ মঙ্গলবার ঃ দৈনিক ইত্তেফাক

কুচক্রীদের দমনে ঐক্যবদ্ধ প্রতিরােধ গড়িয়া তুলুন ঃ স্টাফ রিপাের্টার। দেশের বৃহত্তর মঙ্গলে দেশব্যাপী কুচক্রী মহলের সকল প্রকারের অশুভ ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য পূর্ব-পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ আওয়ামী লীগ কর্মীদের গণতন্ত্রমনা রাজনৈতিক কর্মী, ছাত্র ও শ্রমিকদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে প্রতিরােধ ব্যবস্থা গড়িয়া তােলার আহ্বান জানান। জনাব তাজউদ্দিন আহমদ গতকাল (সােমবার) সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে বলেন যে, দেশবাসীর সার্বিক অধিকার আদায়ের সংগ্রামকে সফল করিয়া তােলার জন্য সর্বপ্রকারের গুন্ডামিকে রুখিয়া দাঁড়াইতে হইবে এবং দেশে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিস্থিতিতে আন্দোলন চালাইয়া যাইতে হইবে। দেশবাসীর বন্ধু নয় এমন মহলের এক শ্রেণীর উস্কানি ও মুখরােচক স্লোগান সম্পর্কে হুশিয়ার থাকার জন্য। তিনি দেশবাসীর প্রতি আবেদন জানাইয়াছেন। জনাব তাজউদ্দিন আহমদ বলেন যে, বিভিন্ন স্থানের বিক্ষিপ্ত গােলযােগের দুঃখজনক সংবাদ আমাদের কাছে আসিয়া পৌছিতেছে। ঘটনাপ্রবাহ হইতে প্রতীয়মান হয় যে, স্বার্থান্বেষী বিশেষ একটি মহল শান্তিপূর্ণ গণ-আন্দোলনের দ্বারা প্রাপ্ত সাফল্য ও গণঅধিকার আদায়ের শান্তিপূর্ণ আন্দোলনকে বানচাল করার জন্য একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র পাকাইতেছে। বস্তুতঃ গত কয়দিন ধরিয়া আমরা লক্ষ্য করিয়া আসিতেছি। যে, শক্তিবিশেষ মানুষের মধ্যে শ্রেণীভেদ সৃষ্টি করাইয়া বদ মতলব হাসিলের

উদ্দেশ্যে গুন্ডামির আশ্রয় গ্রহণ করিতেছে। আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান এইসব শক্তি সম্পর্কে একাধিকবার দেশবাসীকে সতর্ক করিয়া দিয়াছেন এবং দেশে শান্তি বজায় রাখার আহ্বান জানাইয়াছেন। জনাব তাজউদ্দিন আহমদ বলেন যে, সময় আসিয়াছে যখন দেশবাসীকে সর্বাত্মকভাবে প্রতিক্রিয়া সৃষ্টিকারী এই শক্তিকে রুখিয়া দাঁড়াইতে হইবে এবং দেশের বৃহত্তর কল্যাণার্থে এইসব সম্পূর্ণভাবে নস্যাৎ করিয়া দিতে হইবে। মার্চ ২০, বৃহস্পতিবার ১৯৬৯ ঃ দৈনিক ইত্তেফাক কৃষি গ্রাজুয়েটদের দাবি পূরণের আহ্বান : পূর্ব-পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ কৃষি গ্রাজুয়েটদের দুই-দফা দাবি পূরণের জন্য সরকারের প্রতি আহবান জানাইয়াছেন। সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে দেশের কৃষি উন্নয়ন, জাতীয় অর্থনীতি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে কৃষি গ্রাজুয়েটদের প্রশংসনীয় ভূমিকার কথা উল্লেখ করিয়া তিনি বলেন যে, কৃষি গ্রাজুয়েটদের দাবি পূরণ করা হইলে উহা দেশের কৃষি উন্নয়নে সহায়ক হইবে। (পি.পি.আই.)।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!