You dont have javascript enabled! Please enable it! 1969.02.22 | দৈনিক ইত্তেফাক-ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের ব্যবস্থা করিলেই সাক্ষাৎকার ফলপ্রসূ হইতে পারে - সংগ্রামের নোটবুক

ফেব্রুয়ারি ২২, ১৯৬৯ শনিবার ঃ দৈনিক ইত্তেফাক

ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের ব্যবস্থা করিলেই সাক্ষাৎকার ফলপ্রসূ হইতে পারে ? স্টাফ রিপাের্টার। গতকাল (শুক্রবার) পূর্ব-পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ ঢাকায় বলেন যে, খাজা শাহাবুদ্দীন যদি তথাকথিত ষড়যন্ত্র মামলাটি প্রত্যাহারের ব্যবস্থা করিতে পারেন, কেবলমাত্র তখনই শেখ মুজিবুর রহমানের সংগে তাহার সাক্ষাৎকার ফলপ্রসূ হইতে পারে, অন্যথায় নহে। সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে তিনি রেডিও পাকিস্তান কর্তৃক প্রচারিত শেখ মুজিবুর রহমান ও মওলানা ভাসানীর সংগে সাক্ষাৎ করিয়া তাহাদিগকে প্রস্তাবিত গােলটেবিল বৈঠকে যােগদানে সম্মত করাইবার জন্য খাজা শাহাবুদ্দীনের ঢাকা আগমন সম্পর্কিত সংবাদের উল্লেখ করেন। তিনি বলেন, এই সংবাদে আপাতঃদৃষ্টিতে মনে হইতে পারে যে, শেখ মুজিবুর রহমান বৈঠকে অংশগ্রহণ করিতে রাজি নন। জনাব তাজউদ্দিন দৃঢ়তার সংঙ্গে বলেন যে, শেখ সাহেব জাতীয় সমস্যা সমাধানকল্পে যে কোন আলােচনা বৈঠকে যােগদানের পক্ষপাতী। জনাব তাজউদ্দিন বলেন, বস্তুতঃ শেখ মুজিবুর রহমান সবসময়ই দেশের স্বার্থকে সব কিছুর উর্ধ্বে স্থান দিয়াছেন।

প্রস্তাবিত গােল টেবিল বৈঠকের সিদ্ধান্ত যাহাতে স্থায়ী এবং জনগণের কাছে গ্রহণযােগ্য হয় সে উদ্দেশ্যে সকল চিন্তাশীল নেতা ও রাজনৈতিক দলসমূহ বৈঠকে তার উপস্থিতির দাবি জানাইয়াছেন। আর সে কারণেই জাতির এই সংকটময় মুহূর্তে কালক্ষেপণ না করিয়া তিনি যাহাতে বৈঠকে অংশগ্রহণ করিতে পারেন সে জন্য আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের দাবি জানান হইয়াছে। বস্তুতঃ দেশজুড়ে আজ যে সমস্যা বিরাজমান তা সমাধানকল্পেই। আওয়ামী লীগ ইতােপূর্বেই ডাকে যােগদান করিয়াছে। আওয়ামী লীগ সম্পাদক বলেন, খাজা সাহেব যদি মামলাটি প্রত্যাহারের ব্যবস্থা করিতে পারেন, একমাত্র সে ক্ষেত্রেই শেখ সাহেবের সঙ্গে তাহার সাক্ষাৎকারের উদ্দেশ্য সফল হইতে পারে। অন্য কোনভাবে তাহাকে বৈঠকে যােগদান সম্মত করান যাইবে না।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি