ফেব্রুয়ারি ১৫, ১৯৬৯ শনিবার ঃ দৈনিক ইত্তেফাক
সগ্রাম ও আলােচনা যুগপৎ চলিবে। সদ্য কারামুক্ত পূর্ব-পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ পল্টনের জনসমুদ্রের উদ্দেশ্যে বলেন যে, নেতৃবৃন্দকে অবশ্যই আলােচনায় যাইতে হইবে আর আমাদেরকেও সংগ্রামকে অধিকতর জোরদার করিয়া তুলিতে হইবে। সংগ্রাম যত দুর্বার হইবে নেতৃবৃন্দের হাতও তত শক্তিশালী হইবে এবং স্বৈরতান্ত্রিক সরকারের নিকট হইতে যদি তারা মুক্তি-সনদ নিয়া আসিতে সমর্থ হন তবেই গণ-আন্দোলনের অবসান হইবে, অন্যথায় আন্দোলন নতুনতর খাতে দুর্বারতার গতিতে অগ্রসর হইবে। তবে গণ-শক্তির অস্ত্র দ্বারা যথাস্থানে আঘাত করিতে না পারিলে অস্ত্র ভাঙ্গিয়া যাইবে, শত্রু অক্ষত থাকিয়া যাইবে। শেখ মুজিবকে আটকাইয়া রাখার কঠোর সমালােচনা করিয়া তিনি বলেন যে, গণসংগ্রামের চাপে কারাগারের দ্বার সম্পূর্ণভাবে খুলিয়া দিতে হইবে এবং কারাগারের দরজা চিরদিনের মত বাহির হইতে বন্ধ করিয়া দিতে হইবে, যেন ভবিষ্যতে মুজিবের মত নিঃস্বার্থ কর্মীদের অধিকার আদায়ের সংগ্রামের অপরাধে আর কারাগারে যাইতে না হয়।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি