You dont have javascript enabled! Please enable it!

২৪ অক্টোবর ১৯৭১ঃ যুদ্ধ পরিস্থিতি

বিলোনিয়া ফ্রন্টে যৌথ আক্রমন প্রস্তুতি ভারতের ২৩ ডিভিশন ভুক্ত ফেনী সীমান্ত এলাকায় ব্রিগেঃ বি,এইচ সান্ধুর ৮৩ ব্রিগেড তাদের কার্যক্রম জোরদার করে।। বিলোনিয়া সীমান্তে ৮ বিহার পদাতিক এবং একটি আর্টিলারি ইউনিট মোতায়েন করা হয়। এই দিন ব্রিগেড কমান্ডার সান্ধু ব্যাটেলিয়ন কমান্ডার লেঃ কর্নেল বিশলা (৮ বিহার), লেঃ কর্নেল ভার্ক ও সমরগঞ্জ বিওপি কমান্ডার মেজর বাজওয়া মুক্তিবাহিনীর সাব সেক্টর কমান্ডারকে নিয়ে বিলোনিয়া বিওপি এলাকা রেকি করেন। বোনারপাড়া ত্রিমোহিনী ঘাট সাঘাটা উপজেলার বোনারপাড়ার অদূরে ত্রিমোহিনী ঘাটে পাকিস্তানি হানাদারদের সঙ্গে সম্মুখযুদ্ধে ১২ বীর মুক্তিযোদ্ধা নিহত হন। কয়েকটি সফল অপারেশন শেষে এদিন ২৪ অক্টোবর সূর্য়োদয়ের আগেই পাক সেনাদের একটি বিশাল বাহিনী ত্রিমোহিনী ঘাট এলাকা চারদিকে থেকে ঘিরে আক্রমন করে মুক্তিযোদ্ধারাও প্রতিরোধ গড়ে তুলে। ঘন্টাব্যাপী যুদ্ধে ১২ বীর মুক্তিযোদ্ধা এবং ২৩ পাকসেনা নিহত হয়।