২৪ অক্টোবর ১৯৭১ঃ নিউইয়র্কে শাহ আজিজ
জাতিসংঘ পাকিস্তানি প্রতিনিধিদলের অন্যতম সদস্য শাহ আজিজ দেশে ফেরার আগে লন্ডন যাত্রার প্রাক্কালে নিউইয়র্কে এপিপির সাংবাদিকের কাছে বলেন বাংলাদেশ ধাপ্পার স্বরূপ বহুলাংশেই উদ্ঘাটন হয়ে গেছে। জাতিসংঘে তার একমাস অবস্থান কালে তিনি অনেক দেশের প্রতিনিধির সাথে সাক্ষাৎ করেছেন এবং তারা সকলেই আমাদের বক্তব্য সাগ্রহ সহকারে শুনেছেন। ভারতের প্রচারনার বিশ্বাসযোগ্যতা এখন প্রশ্নের সম্মুখীন হচ্ছে। বিচ্ছিনতাবাদীদের ভারতের সাহায্য সত্ত্বেও পাকিস্তান সীমান্ত থেকে সৈন্য প্রত্তাহারের যে সিদ্ধান্ত নিয়েছে সেজন্য তিনি প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের প্রশংসা করেন। তিনি সীমান্তের উভয় প্রান্তে জাতিসংঘ সীমান্ত রক্ষী মোতায়েনের জাতিসংঘ প্রস্তাবেরও প্রশংশা করেন। এ ছাড়াও প্রেসিডেন্ট এর আধারন ক্ষমাকেও তিনি অভিনন্দন জানান। তিনি বলেন পূর্ব পাকিস্তান ফেরার পথে তিনি করাচীতে ভুটটো, নুরুল আমীনের এর সাথে সাক্ষাৎ করবেন। ২৭ তারিখ তিনি ঢাকা পৌছবেন।