২৩ অক্টোবর ১৯৭১ঃ জাতির উদ্দেশে ইন্দিরা গান্ধীর বেতার ভাষণ
সকালে জাতির উদ্দেশে ইন্দিরা গান্ধীর বেতার ভাষণে বলেন তার দেশ কঠিন বিপদের সম্মুখীন। তার উচিত এ মুহূর্তে তার দেশের প্রতিরক্ষার দিকে নজর দেয়া। সকল বিরোধীদলের প্রতি তিনি বলেন দেশ যখন বিপদের সম্মুখীন তখন কারো মধ্যে দলাদলি বা বিভেদ থাকা উচিত নয়। দেশের সংকটজনক মুহূর্তে তিনি সকল্কে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। তিনি জনগন কে গুজব এবং সাম্প্রদায়িকতা থেকে মুক্ত থাকার আহবান জানান। তিনি বলেন তিনি তার আগামীকাল থেকে শুরু হওয়া পাশ্চাত্য দেশ সফর অব্যাহত রাখবেন। তিনি বলেন বিশ্ব নেতৃবৃন্দ এর জরুরী হয়ে পড়েছে। তিনি বলেন এমন অবস্থা দাঁড়িয়েছে যে সশস্র বাহিনীই নহে জনগনেরও সতর্ক হওয়া প্রয়োজন। তিনি আভাস দেন যে পরিস্থিতি মোকাবেলায় তিনি যে কোন সময় জরুরী অবস্থার ঘোষণা করতে পারেন। মধ্যরাতে তিনি চার্টার্ড প্লেনে ইউরোপের উদ্দেশে দিল্লী ত্যাগ করেন। তার পাশ্চাত্য সফর সূচীর প্রথমেই আছে বেলজিয়াম তারপর অষ্ট্রিয়া তারপর লন্ডন তারপর যুক্তরাষ্ট্র তারপর ফ্রান্স তারপর জার্মানি । ১৩ নভেম্বর তিনি দেশ ফিরবেন। ইন্দিরা গান্ধী প্রথমে হিন্দি এবং পরে ইংরেজিতে ভাষণ দেন।