You dont have javascript enabled! Please enable it! 1971.10.23 | বিবিধ ঘটনা - সংগ্রামের নোটবুক

২৩ অক্টোবর ১৯৭১ঃ বিবিধ

এবার ইফতার ও সেহরীতে সাইরেন না বাজানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইসলামী ছাত্রসঙ্ঘের ভারপ্রাপ্ত সভাপতি আগামী ১৭ রমজান তারিখে যথাযথ মর্যাদায় বদর দিবস পালনের জন্য জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন। যশোরে ৯৬ জন ভারতীয় চর আত্মসমর্পণ করেছেন। ভারত সাড়ে ৬ লাখ রিজার্ভ সৈন্য তলব করেছে। তথ্যমন্ত্রী মুজিবুর রহমান প্রাদেশিক পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। সোনারগাঁও এ এএসএম সোলায়মান বলেছেন বহু ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষায় দেশবাসী ঐক্যবদ্ধ। সড়ক দুর্ঘটনায় সাবেক পিডিপি নেতা ও বিশিষ্ট আইনজীবী সালাম খান আহত হয়েছেন। বিদেশে ভারত বিরোধী প্রচারনা দলের সদস্য, ইয়াহিয়া খানের বিশেষ দুত, হায়দ্রাবাদ ভারত রাজ্য এর সাবেক প্রধানমন্ত্রী মীর লায়েক আলী সফরকালেই মারা গিয়েছেন। কুষ্টিয়ার ডিসি শামসুল হক এবং রাজশাহীর ডিসি ফরাশ উদ্দিনকে ২১ এপ্রিল থেকে বরখাস্ত করা হয়েছে। তারা ইপিসিএস কর্মকর্তা।