You dont have javascript enabled! Please enable it! 1971.10.23 | ভারতে সোভিয়েত উপ পররাষ্ট্রমন্ত্রী ফিরুবিন - সংগ্রামের নোটবুক

২৩ অক্টোবর ১৯৭১ঃ ভারতে সোভিয়েত উপ পররাষ্ট্রমন্ত্রী ফিরুবিন

সোভিয়েত উপপররাষ্ট্রমন্ত্রী নিকোলাই ফিরুবিন ৫দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল ভারতে এসেছেন। তার সাথে এসেছেন আরও ৬ সদস্য। ভারতীয় সংবাদ মাধ্যম এ সফরকে অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রচার করছে। ইন্দিরা গান্ধীর পাশ্চাত্য সফরের একদিন আগে এ সফর হয়েছে। আজ তিনি পররাষ্ট্রমন্ত্রী সরণ সিং এবং তার দল পররাষ্ট্র সচিব টিএন কাউলের সাথে বৈঠক করেছেন। কাউল ছাড়াও বৈঠকে পর রাষ্ট্র বিষয়ক নীতি নির্ধারক কমিটির চেয়ারম্যান ডিপি ধরও বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক দু ঘণ্টা ধরে চলে। ইন্দিরা গান্ধীর মস্কো সফরের আলোচনার উপর আরও বিস্তারিত আলোচনার জন্যই ফিরুবিন দিল্লী সফরে এসেছেন। ফিরুবিন এর আগে ১ অক্টোবর সোভিয়েত প্রেসিডেন্ট পদগর্ণির সাথেও ভারত সফরে এসেছিলেন।