২২ অক্টোবর ১৯৭১ঃ সীমান্তে বিপুল সংখ্যক গেরিলা প্রশিক্ষন
বাংলাদেশের কুষ্টিয়া সীমান্তের কাজীপুরে বিশাল একটি প্রশিক্ষন কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এখানে হাজার খানেক মুসলিম গেরিলা দেশের জন্য যুদ্ধ অংশ নেয়ার নিমিত্তে প্রশিক্ষন গ্রহন করছেন। গেরিলারা ১৫ দিনের প্রশিক্ষন সমাপ্ত করে যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করেছেন। এ ক্যাম্পে গত ৩ মাসে ৬০০০ গেরিলা প্রশিক্ষন দেয়া হয়েছে। সম্প্রতি ভারত তার রেগুলার ৮ লাখ ২৫ হাজার সৈন্য এর সাথে তার সাথে ৬ লাখের উপর রিজার্ভ সৈন্য তলব করা হয়েছে। সিমান্তের ওপারেও একই রকম প্রস্তুতির খবর পাওয়া গিয়েছে।