২২ অক্টোবর ১৯৭১ঃ ভারতের রাষ্ট্রপতি গিরির হুশিয়ারি
ভারতের রাষ্ট্রপতি গিরির কাছে নবনিযুক্ত ইরাকী রাষ্ট্রদূত পরিচয় পত্র পেশকালে পাকিস্তান সরকারের প্রতি হুশিয়ারি উচ্চারন করে বলেন ভারত এ পর্যন্ত সকল উস্কানিকে যথেষ্ট ধৈর্য ও সংযমের সাথে লক্ষ্য করছে। ভারতের এ সংযম দুর্বলতার লক্ষন নয়। আর কেউ যদি একে দুর্বলতার লক্ষন ভেবে থাকে তবে তা হবে অত্যন্ত ভয়ঙ্কর। তিনি বলেন সমস্যাটি ভারত পাকিস্তানের নয় এটি পূর্ব বাংলায় অবস্থানকারী সামরিক বাহিনী সৃষ্ট সমস্যা যেখানে বাঙ্গালীর সকল অধিকারকে বুটের তলায় পিষ্ট করা হয়েছে। তিনি বলেন ভারত তার সার্বভৌমত্ব রক্ষায় যে কোন পরিস্থিতি মোকাবেলায় সক্ষম। বাংলাদেশ থেকে আগত লাখ লাখ শরণার্থীর দুর্দশার কথা উল্লেখ করে গিরি বলেন তাদের দেশে প্রত্যাবর্তনে বন্ধু দেশ গুলির নীরবতা শান্তির স্বপক্ষে নয়। উত্তরে ইরাকী রাষ্ট্রদূত বলেন তার দেশ শরণার্থী বিষয়ে খুবই চিন্তিত।