You dont have javascript enabled! Please enable it!

কামানের শব্দে শহর কাঁপছে: আখাউড়া স্টেশন দখলের জন্য উভয়পক্ষের প্রচণ্ড লড়াই

আগরতলা, ১৭ এপ্রিল পূর্ব বাংলার সমগ্র রণাঙ্গন জুড়ে যুদ্ধের তীব্রতা অত্যন্ত ব্যাপক হয়ে উঠছে। যশাের, কুষ্টিয়া, রাজশাহী ইত্যাদি উত্তরখণ্ডের বিভিন্ন রণাঙ্গনে হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিফৌজের প্রবল লড়াই ছাড়াও ত্রিপুরা সীমান্তের কসবা, গঙ্গাসাগর, উজানেশ্বর, আখাউড়ার বিস্তীর্ণ অঞ্চলে আক্রমণ ও পাল্টা আক্রমণ চলছে।
প্রতিদিন ও রাত্রের প্রবল কামানের লড়াই-এর শব্দ রাজধানী আগরতলা থেকে শােনা যাচ্ছে। সীমান্তের নিকটবর্তী গ্রামগুলাে আগুনে জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়া হচ্ছে। আখাউড়াসহ সংশ্লিষ্ট এলাকা যুদ্ধ বিধ্বস্তের রূপ ধারণ করেছে। জনমানব শূন্য এই অঞ্চল মরুভূমিতে পরিণত হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় কয়েকশ হানাদার এদিনের যুদ্ধে প্রাণ দিয়েছে।
শ্রীহট্টেও জোরদার সংগ্রাম চলছে। শিলিটিকুরি বিমান ক্ষেত্র মুক্তিফৌজ ধ্বংস করে দিয়েছে। পাক বাহিনী মরিয়া হয়ে শেষ অস্ত্র হিসেবে বিমান থেকে ফসলের জমিতে বিষাক্ত রাসায়নিক দ্রব্য স্প্রে করে দিচ্ছে। আখাউড়া স্টেশন দখলের লড়াই আগরতলা শহরকে কাঁপিয়ে দিচ্ছে। প্রবল গােলা বর্ষণের শব্দে এখানকার বাড়িঘর কেঁপে উঠছে। স্থানীয় জনগণও এ ব্যাপারে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

সূত্র: গণসংহতি
১৮ এপ্রিল, ১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!