২২ অক্টোবর ১৯৭১ঃ হায়দ্রাবাদে পার্লামেন্টারী কমিটির বৈঠকে জগজীবন রাম
ভারতের প্রতিরক্ষা মন্ত্রী জগজীবন রাম হায়দ্রাবাদে পার্লামেন্টারি কমিটির এক বৈঠকে বলেছেন ভারত সীমান্ত হতে তার সৈন্য প্রত্যাহার করবে না। পাকিস্তানের যে কোন সামরিক দুঃসাহসিকতার মোকাবিলা করার জন্য সর্বপ্রকার ব্যাবস্থা গ্রহন করা হয়েছে। সীমান্ত পরিস্থিতির পূর্ণ প্রয়োজন মিটানোর জন্য সমরাস্র কারখানার উৎপাদন জোরদার করা হয়েছে। বৈঠকে সমরাস্র উৎপাদন মন্ত্রী বিদ্যা চরন শুক্লা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী বিদ্যা চরন শুক্লা টেলিভিশন সাক্ষাৎকারে বলেন আক্রান্ত হলে ভারতীয় বিমান বাহিনী ২ মিনিটের মধ্যে কর্মপন্থা গ্রহনে সক্ষম। তিনি বলেন যুদ্ধ হলে তা একটি সেক্টরে সীমাবদ্ধ থাকবে না। ভারতের নৌবাহিনীও প্রস্তুত রয়েছে।