২১ অক্টোবর ১৯৭১ঃ বাংলাদেশ গেরিলাদের জন্য ভারত অস্র দিচ্ছে–নিউইয়র্ক টাইমস
নিউইয়র্ক টাইমস এর সংবাদদাতা সিডনী শনবার্গ এই মর্মে সংবাদ প্রকাশ করেন কড়া নিরাপত্তা ব্যবস্থায় বাংলাদেশ গেরিলাদের জন্য প্রতিদিন ভারতের বিভিন্ন স্থান হইতে কলকাতায় অনেক মালবাহী ট্রেন আসছে। এসব অস্র বাংলাদেশ গেরিলাদের জন্যই প্রেরন করা হচ্ছে। ভারত ভারতের অভ্যন্তরে অনেক ট্রেনিং শিবিরে নিয়মিত বাহিনী ও গেরিলাদের প্রশিক্ষনের ব্যবস্থা করেছে। সীমান্তে অনেক সৈন্য চলাচল তার নজরে এসেছে।
তিনি বলেন পেট্রাপোলে তিনি রিকয়েলস রাইফেলের প্রশিক্ষনের কার্যক্রম নিজে দেখেছেন। তিনি ধারনা করছেন কয়েকদিনের মধ্যেই গেরিলারা বড় ধরনের হামলা চালাতে যাচ্ছে। তিনি একজন ভারতীয় সেনা কর্মকর্তার সাথে আলাপ করে জেনেছেন গেরিলারা হামলা করে প্রতিপক্ষকে দুর্বল করবে আর নতুন এলাকা দখলে রাখার জন্য নিয়মিত বাহিনী প্রয়োজন। শরণার্থী শিবিরে পাকিস্তানী চর অনুপ্রবেশ রোধে চেকপোস্ট বসানো হয়েছে।