২১ অক্টোবর ১৯৭১ঃ বিবিধ
মুজিবনগরে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটিতে সিদ্ধান্ত নেয়া হয় কেউ সরকারে থাকলে সে দলীয় পদে থাকতে পারবে না তাই তারা যেন দলীয় পদ ছেড়ে দেয়। সভা সর্বসম্মত সিদ্ধান্ত নেয় যে পূর্ণ স্বাধীনতা ছাড়া তার আর অন্য কোন কিছু চিন্তা করছে না। বাংলাদেশ সরকার টিটো ইন্দিরা যৌথ ইস্তেহারকে অভিনন্দন জানিয়েছে। ব্রিটেনের বাহিরে এ প্রথম দাতব্য সংস্থার চেয়ারম্যান কার্কলে এক বিবৃতিতে বলেছেন জাতিসংঘ মহাসচিব উথান্ত এর উচিত পূর্ব বাংলা এবং ভারতের শরণার্থীদের সাহায্য তদারকির জন্য তার নেতৃত্ব এ একটি কমিটি করা। অক্সফাম পূর্ব বাংলায় গণহত্যা নিয়ে একটি ২৪ পৃষ্ঠার পুস্তিকা বের করেছে নাম দিয়েছে testimony of sixties। এ পুস্তিকা মার্কিন প্রেসিডেন্ট নিক্সন বরাবরও প্রেরন করা হয়েছে। পুস্তিকার প্রচ্ছদে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস অফ বাংলাদেশ এর ব্যানারে একটি কার্টুন চিত্র দেয়া আছে যাতে দেখানো হয়েছে একটি পূর্ব পাকিস্তানী শিশুকে ইয়াহিয়া একহাতে ধরে অপর হাতে রক্তাক্ত তলোয়ার ধরে রেখেছেন।