You dont have javascript enabled! Please enable it!

২০ অক্টোবর ১৯৭১ঃ ভারতে পালিয়ে যাওয়ার খবর সত্য নয় – কেজি মোস্তফা

পূর্ব পাকিস্তান ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি ও প্রখ্যাত গীতিকার কেজি মোস্তফা এক বিবৃতিতে বলেছেন তার ভারতে পালিয়ে যাওয়ার খবর সত্য নয়। ভারতে পালিয়ে যাওয়ার বিষয়ে পশ্চিম পাকিস্তানের এক শ্রেণীর পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা। সম্প্রতি ভারতীয় পত্রিকায়ও এ সংবাদ প্রকাশ হওয়ায় তার অবস্থান জানানো আবশ্যক হয়ে পরে। তিনি জানান তিনি ২য় বেতন বোর্ডের সদস্য হিসাবে সার্বক্ষণিক সরকারের সাথে যুক্ত আছেন। বেতন বোর্ডের বর্তমান সভা করাচীতে চলমান এবং উক্ত সভা মুলতবী করে ২৫ নভেম্বর লাহোরে নির্ধারণ করা হয়েছে। বেতন বোর্ডের সদস্য হিসেবে জনাব মোস্তুফা করাচী অবস্থান করছেন।

নোটঃ তাকে রাজাকার ভাবার অবকাশ নেই কারন তিনি সাংবাদিক। তাদের বিচরন সর্বক্ষেত্রে হতে পারে।