১৯ অক্টোবর ১৯৭১ঃ যুদ্ধ পরিস্থিতি
ঢাকাঃ মতিঝিল বাণিজ্যিক এলাকায় সকাল ১১ টায় দুষ্কৃতিকারীরা একটি গাড়ীতে আগুন দিয়ে পেতে রাখা বোমা বিস্ফোরণ ঘটায়। উক্ত ঘটনায় ৫ জন নিহত ১২ জন আহত হয়েছে। আহত ৪ জনের অবস্থা আশঙ্কা জনক। ইপিআইডিসি ও হাবিব ব্যাঙ্ক এর সামনের রাস্তায় পার্ক করা একটি রিকশা, ৪টি গাড়ী সম্পূর্ণ, দুটি গাড়ী আংশিক বিধবস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়ীর মধ্যে লন্ডনের টেলিগ্রাফ পত্রিকার সাংবাদিক জি বুস্কির গাড়ীও আছে। তিনি ইপিআইডিসি অফিসে কাজে গিয়েছিলেন। ঘটনাস্থলে ৪ জন একজন হাসপাতালে মারা যায়। আহত ১২ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়াও হাবিব ব্যাঙ্ক, ইপি আইডিসি, প্রুডেন্সিয়াল হাউজের জানালার কাচ চূর্ণ হয়েছে। পুলিশ জানিয়েছে যে গাড়ী থেকে বিস্ফোরণ ঘটেছে সেটি ধানমণ্ডি থেকে অপহরণ করা গাড়ী।
এ গাড়ী অপহরন নিয়ে লালবাগ থানায় মামলা আছে। যশোরঃ ভারতীয় চররা সীমান্তের ৮টি গ্রাম কাকডাঙ্গা, বেনাপোল, ছুটিপুর, মাসিলিয়া, বড়াই, চরাকারি, চুয়াডাঙ্গা, ঝিনাইদহের একটি করে গ্রামে ফিল্ড গান, মর্টার, মাঝারী কামানের গোলাবর্ষণ করেছে। এতে ১২ জন নিহত ১০ জন আহত হয়েছে। নিহতদের প্রায় সকলেই নারী ও শিশু। রংপুরঃ ভারতীয় চররা রংপুরে ২টি গ্রামে ফিল্ড গান, মর্টার, মাঝারী কামানের গোলাবর্ষণ করেছে কুমিল্লাঃ ভারতীয় চররা কুমিল্লায় ৫টি গ্রামে ফিল্ড গান, মাঝারী কামানের গোলাবর্ষণ করেছে ময়মনসিংহঃ ভারতীয় চররা ময়মনসিংহে ১টি গ্রামে ফিল্ড গান, মাঝারী কামানের গোলাবর্ষণ করেছে