১৯ অক্টোবর ১৯৭১ঃ বেতার ভাষণে আব্বাস আলী খান
শিক্ষামন্ত্রী আব্বাস আলী খান বেতার ভাষণে ছাত্র-ছাত্রীদেরকে সব বিভ্রান্তি ঝেড়ে ফেলে দেশ সেবায় এগিয়ে আসার আহবান জানায়। যে সকল পাকিস্তানী ছাত্র ছাত্রী এখনো ভারতে আছে তাদের নির্ভয়ে দেশে ফিরে পড়াশুনায় মনোনিবেশের আহবান জানান। ছাত্রদের বিপথে চলার জন্যে ভুল রাজনীতি এবং বর্তমান শিক্ষা ব্যবস্থাকে দায়ী করে বলে যে, অবশ্যই এ শিক্ষানীতি পরিবর্তন করতে হবে। যাহারা এখনো প্রত্যাবর্তন করে নাই তাদের কৃতকর্মের জন্য একদিন অনুশোচনা করতে হবে। আব্বাস আলী খান বলেন প্রেসিডেন্ট এর ক্ষমা ঘোষণা আমাদের আন্তরিক প্রচেষ্টার ফল।