You dont have javascript enabled! Please enable it! 1971.10.19 | সাংবাদিক সম্মেলন ও সাক্ষাৎকারে ইন্দিরা গান্ধী - সংগ্রামের নোটবুক
বাংলাদেশ নিয়ে সাংবাদিক সম্মেলনে ইন্দিরা গান্ধী
১৯ অক্টোবর ১৯৭১
ইন্দিরা গান্ধী দিল্লীতে এক সাংবাদিক সম্মেলনে বলেন আহুত পাক ভারত আলোচনার আর কোন প্রয়োজন নেই। আলোচনা দরকার বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিদের সাথে তবে সেখানকার পুতুল সরকারের সাথে আলোচনায় সংশ্লিষ্ট করা যাবে না। পাকিস্তান এটি যত দ্রুত করবে যুদ্ধের সম্ভাবনা তত কমে যাবে। পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের চলমান যুদ্ধে জনগনের সমর্থন আছে একদিন তারা সেই গন্তব্বে পৌছবে। বাংলাদেশের মানুষের জন্য এখন ক্রমেই বিশ্ব এর দুয়ার খুলে যাচ্ছে। তিনি বলেন ভারত ও পাকিস্তানের মধ্যে ৮ কিমি এর গ্রাউন্ড রুলস দু দেশের কেউ মানছে না। তারা এখন কয়েকশত গজের মধ্যে মুখোমুখি। পাশ্চাত্য দেশগুলিতে ২৪ তারিখ থেকে তার সফরের পরিকল্পনা এখনও বলবত আছে। এই দিনে নিউইয়র্ক টাইমস এ সিডনী শনবার্গ এর নেয়া ইন্দিরা গান্ধীর এক সাক্ষাৎকার প্রকাশ করেন। সাক্ষাৎকারে গান্ধী বলেন ভারত পাকিস্তান সীমান্তে সামরিক পরিস্থিতি ভয়াবহ রুপ ধারন করিয়াছে। তবে তার দেশ কোন মতেই পাকিস্তানকে এই দেশ আক্রমনের মত উস্কানি দিবে না।

ভিডিও লিংক
https://www.youtube.com/watch?v=d4q3aDqAFVg