You dont have javascript enabled! Please enable it!

২৮ সেপ্টেম্বর ১৯৭১ কাজি কাদের

করাচী, কাইউম মুসলিম লীগের পূর্ব পাকিস্তানের প্রধান সংগঠক কাজী আব্দুল কাদের তার দলের কেন্দ্রীয় সভাপতি খান আদুল কাইউম খানের পূর্ব পাকিস্তানের কোন নেতার অপসারণ অধিকারকে চ্যালেঞ্জ করেছেন। আজ এখানে এক সাংবাদিক সম্মেলনে বলেন খান কাইউম এর আগে কনভেনশন লীগের শামশুল হুদাকে একিভুত দলের প্রধান সংগঠক মনোনয়ন দিয়া দলের গঠনতন্ত্র লঙ্ঘন করেন। কাদের বলেন দলের কাউন্সিল তাকে প্রধান সংগঠক পদে বসাইয়াছে এবং দলের কাউন্সিল তাকে এই পদ থেকে অপসারন করতে পারে । খান কাইউম কে দলের কাউন্সিল এরুপ অধিকার দেয় নাই।