১৯ অক্টোবর ১৯৭১ঃ উপনির্বাচনে আসন ভাগাভাগি
মওলানা কাওসার নিয়াজী ভুট্টোর সঙ্গে দেখা করে ঢাকা ফিরে আসার পর জানান, জাতীয় পরিষদের নির্বাচনে পিপিপি ২৫ থেকে ৩০টি আসনে প্রার্থী দাঁড় করাবে। এদিন ছয়টি দক্ষিণপন্থী দল নির্বাচনে সর্বসম্মত প্রার্থীদের একটি তালিকা প্রণয়ন করেছে। দলগতভাবে জামাত ১৯, পিপিপি ২৩ কাইয়ুম মুসলিম লীগ ৯, কনভেনশন মুসলিম লীগ ৯, কাউন্সিল মুসলিম লীগ ১০, নেজামে ইসলাম পার্টির ৮ জন প্রার্থী সম্মিলিত প্রার্থী হিসেবে মনোনয়ন পায়। নির্বাচনে উল্লেখযোগ্য প্রার্থীরা হচ্ছে, ফজলুল কাদের চৌধুরী, সবুর খান, পাবনার আবদুল মতিন, খাজা খয়েরউদ্দিন, সাবেক ডেপুটি স্পিকার আলহাজ্জ আবদুল মতিন, জামাত নেতা গোলাম আযম, আখতারুদ্দিন আহমদ, মাহমুদ আলী প্রমুখ।
নোটঃ রাও ফরমান আলীর ফরমুলা মতে আসন ভাগাভাগি হয়েছে।