You dont have javascript enabled! Please enable it!

১৮ অক্টোবর ১৯৭১ঃ যুদ্ধ সংবাদ

রৌমারীতে সকাল ১১ টা নাগাদ তাহেরের বাহিনী ফিরে আসে। সেখানে কুখ্যাত দুই রাজাকার ওয়ালী সহ ৬৩ রাজাকারকে হাজির করা হয় আটক অস্র গুলো প্রদর্শন করা হয়। অস্র গুলোর মধ্যে দুটি স্টেন গান এবং ৬০ টি রাইফেল ৬০০ গুলি ছিল। রাজার হাটে নজরুল ইসলামের একটি মুক্তিযোদ্ধা দল ইপিআর রাজাকারদের উপর হামলা করে। সেখানে বেশ কয়েকজন ইপিআর রাজাকার নিহত হয়। এখানে ২৬ জন রাজাকার সহ ৩৫ টি রাইফেল আটক করা হয়। ২ নং সেক্টরের মন্দভাগে মুক্তিযোদ্ধাদের একটি দল পাক বাহিনীর উপর হামলা করে বেশ কয়েকজনকে হত্যা করে।

মুক্তিযোদ্ধাদের ৪ জন আহত হয়। হামলার পরদিন সেখানে বিমানবাহিনী মহড়া দেয়। পাকিস্তান সরকারের প্রেসনোট অনুযায়ী ( তা প্রকৃতপক্ষে ১৪ তারিখ) ছাতকে ৮০ জন ভারতীয় চর, তাদের অস্র ও রশদবাহী দুটি নৌকা ডুবিয়ে দেয়া হয়েছে। এখানে ঘটনার সময় ২৫ জন এবং নদী সাতরিয়ে পালিয়ে যাওয়ার সময় গুলিতে ১০ জন নিহত হয়। পরদিন অপর আরেক প্রেসনোটে একই বিবরনে বলা হয় ঘটনাটি চিনাউরায়/ কাহতাইগাও এ ঘটেছে এবং ৮ জনকে আটক করা হয়েছে। অপর এক প্রেসনোটে বলা হয়েছে কুমিল্লা, সিলেট, রংপুরে, যশোর, ময়মনসিংহে ভারতীয় চরদের মাঝারী কামানের গোলাবর্ষণে ২৯ জন গ্রামবাসী নিহত ৪১ জন আহত হয়েছে। লক্ষ্মীপুরের রামগঞ্জের সাবেক এমপিএ কনভেনশন লীগ নেতা ডাঃ মীর্জা মুজিবুল হককে দুষ্কৃতিকারীরা ১০ তারিখ হত্যা করেছে।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!