১৮ অক্টোবর ১৯৭১ঃ হলি ফ্যামিলি হাসপাতাল হস্তান্তর অনুষ্ঠানে গভর্নর মালিক
সোসাইটি অব ক্যাথলিক মেডিক্যাল মিশনারি পরিচালিত হলি ফ্যামিলি হাস পাতালটি পূর্ব পাকিস্তান রেডক্রস সোসাইটির কাছে হস্তান্তর অনুষ্ঠানে গভর্নর মালিক সরকারের উন্নয়নমূলক কাজে সহায়তার জন্য সচ্ছল বেক্তিদের প্রতি আহ্বান জানান। সোসাইটি অব ক্যাথলিক মেডিক্যাল মিশনারি হাসপাতাল ভবনটি ১৯৫৩ সালে প্রতিষ্ঠা করে। ১৯৫৬ সাল পর্যন্ত হাসপাতালটি দাতব্য চিকিৎসা দিয়ে আসছিল। ১৯২৫ সালে হলি ফ্যামিলি প্রতিষ্ঠানের নির্দেশে আনা দেঞ্জেল নামে এক মিশনারি মহিলা এখানে দাতব্য চিকিৎসা কেন্দ্র স্থাপন করেছিলেন। সারা পৃথিবীতে তাদের স্থাপিত ৪০ টি চিকিৎসা কেন্দ্রের ৩টি ছিল পাকিস্তানে। সিস্টার জন সারা জানান ৪০ লাখ টাকা মূল্যমানের হাসপাতালটি বিনা সেলামীতে হস্তান্তর করা হয়েছে। হাসপাতাল বোর্ড জানিয়েছে প্রতি মাসে তাদের খরচ হত ২ লাখ টাকা এবং আয় হত ১ লাখ ৭৫ হাজার টাকা ২৫০০০ টাকা মাসে ঘাটতি ছিল।