১৮ অক্টোবর ১৯৭১ঃ ভারত সফরে টিটো
ভারত সফরের ২য় দিনে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সকালে যুগোস্লোভিয়ার প্রেসিডেন্ট টিটোর সাথে ২ ঘণ্টা ব্যাপী ২য় দফা বৈঠকে মিলিত হন তিনি টিটোকে আশ্বাস দিয়েছেন পাকিস্তানের সাথে যুদ্ধ করার কোন খায়েশ ভারতের নেই। পাকিস্তানী সৈন্য সমাবেশের পর ভারত আত্মরক্ষামূলক সৈন্য সমাবেশ করেছে মাত্র। ভারত নয় পাকিস্তানই সীমান্ত থেকে বেসামরিক লোক সরিয়ে নিচ্ছে। শরণার্থীদের পাকিস্তানে ফিরতে ভারত বাধা দিচ্ছে এরুপ অভিযোগ তিনি অস্বীকার করেন। গান্ধী জানান পূর্ব পাকিস্তানের ৫০০০০ সাবেক পুলিশ ইপি আর ইস্ট বেঙ্গল সহ ১ লাখ ৭৫ হাজার মুক্তিবাহিনী তাদের স্বাধীনতার জন্য লড়ে যাচ্ছে। আগের দিন টিটো সৌজন্য সাক্ষাতে প্রেসিডেন্ট গিরির সাথে দেখা করেন।