১৮ অক্টোবর ১৯৭১ঃ জাতীয় পরিষদে স্পীকার প্রসঙ্গে
১২ অক্টোবর ইয়াহিয়া খান ঘোষণা করেছিলেন জাতীয় পরিষদে বয়োজ্যেষ্ঠ এমএনএ হবেন স্পীকার। ১৯৭০ এর নির্বাচনে সবচে বয়স্ক এমএনএ ছিলেন জমিয়তে উলামা হাজারভি গ্রুপের মওলানা গাউস হাজারভি। তার দল রাওয়ালপিন্ডিতে বলেন হাজারভিকে স্পীকার হিসাবে পাওয়া যাইবে। হাজারভির বয়স তখন ৮০। উপনির্বাচনে তার চেয়ে বয়স্ক প্রার্থী না পাওয়া গেলে তিনিই হবেন জাতীয় পরিষদের স্পীকার।