২৮ সেপ্টেম্বর ১৯৭১ জাতিসংঘ
পাকিস্তান গতকাল বিশ্ব সংস্থায় জানায় পাক ভারত এর মধ্যে সংঘর্ষ এড়াইতে হইলে তাহারা যেন ভারতকে পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করার নীতি পরিহার করতে বলেন। মাহমুদ আলি তার ভাষণে বলেন ভারত সীমান্তকে সশস্র সংঘর্ষের ক্ষেত্রে পরিণত করিয়াছে এবং অন্যান্য সাহায্য সহযোগিতা প্রদান করিতেছে। বিচ্ছিন্নবাদিরা ভারতেই আশ্রয় পাইয়াছে। তিনি বলেন আসাম এবং পশ্চিমবঙ্গের সাথের সীমান্ত দৈনিক গোলাগুলির ক্ষেত্রভুমিতে পরিনত হইয়াছে। এই সকল এলাকায় ভারত আগে থেকেই সামরিক শক্তি বৃদ্ধি করিয়া আসিতেছিল। এটা এখন পরিস্কার ভারত মুক্তিবাহিনীকে প্রশিক্ষন, সাজ সরঞ্জাম এবং অর্থ প্রদান করিতেছে। এ ব্যাপারে তিনি সরন সিং এর তাদের পার্লামেন্ট এ দেয়া ভাষণের উদাহরন দেন। তিনি ভারত সরকার প্রকাশিত শরণার্থী সংখ্যা নিয়া বলেন ৯০ লাখ সত্য নয়। প্রকৃত সঙ্খা হইল ২০ লাখ ২ হাজার ৬ শত ২৩ জন মাত্র।