২৮ সেপ্টেম্বর, ১৯৭১ এ.এম.মালিক
গভর্নর ডা: এ.এম.মালিক এক বক্তৃতায় ‘পাকিস্তানের ঐক্য ও সংহতি ধ্বংসের প্রয়াসে লিপ্ত শত্রুদের তৎপরতার বিরুদ্ধে সতর্ক থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। তিনি ঢাকার ৩০ টি ইউনিয়ন এর প্রতিনিধিত্তশিল নেতা ও গণ্যমান্য বেক্তিদের উপস্থিতিতে বক্তৃতা করিতেছিলেন। সভায় সকল প্রাদেশিক মন্ত্রী ও গভর্নরের উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলী সভায় উপস্থিত ছিলেন। তিনি বলেন শত্রুর এজেন্টরা তাহাদের অশুভ মতলব অর্জনের জন্য জনসাধারণকে বিপথে পরিচালিত করিতে এবং স্বাভাবিক জীবনযাত্রা বাঞ্চাল করিতে সম্ভাব্য সকল পন্থা অবলম্বন করিতেছে।