১৭ অক্টোবর ১৯৭১ঃ চট্টগ্রামে অর্থমন্ত্রী আবুল কাসেম
চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট হলে অর্থমন্ত্রী আবুল কাসেম বলেন সাম্প্রতিক যে গোলযোগ চলিতেছে তাতে মনোবল না হারানোর জন্য জনসাধারনের প্রতি আহবান জানান। তিনি বলেন জানমাল রক্ষায় সরকার ব্যাপক পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, ‘ট্রেনিংপ্রাপ্ত ও প্রয়োজনীয় অস্ত্রে সজ্জিত রাজাকারদের সংখ্যা বর্তমানে ৫৫ হাজার। রাজাকারদের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে শিগগিরই এ সংখ্যা ১ লাখে বাড়ানো হবে। ইউনিয়ন পর্যায়ে রাজাকার মোতায়েন করা হইবে। তিনি বিপথগামীদের ঘর পালানো ছেলের সাথে তুলনা করে বলেন তাদের আমরা ক্ষমা করে দিয়েছি। এখন তাদের ঘরে ফিরে আসা উচিত। তিনি বলেন ক্ষতিগ্রস্ত দের পুনর্বাসনে পরিকল্পনা নেয়া হচ্ছে। পরিকল্পনা চূড়ান্ত হওার পরপরই তাদের পুনর্বাসন করা হবে। তিনি বলেন চলমান গোলযোগে ভাল খারাপ দুই ধরনের লোকই ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রদেশে এমন কোন লোক নাই যে সে ক্ষতিগ্রস্ত হয়নি।