১৭ অক্টোবর ১৯৭১ঃ পাঞ্জাবের জলন্ধরে জগজীবন রাম
ভারতের প্রতিরক্ষামন্ত্রী জ জীবন রাম পাঞ্জাবের জলন্ধরে বলেন পাকিস্তান যদি একান্তই ভারতকে যুদ্ধ যেতে বাধ্য করে ভারত অধিকৃত পাকিস্তানী ভূখণ্ড আর ফেরত দিবে না। পাকিস্তান পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগের সাথে গ্রহণযোগ্য সমাধানে না পৌছলে ভারত সীমান্ত থেকে তার সৈন্যবাহিনী সরাবে না এ ক্ষেত্রে আন্তজার্তিক কোন চাপ ভারত মানবে না। এর আগে ইয়াহিয়া বলেন মুক্তিবাহিনী তার দেশের কোন অংশ দখল করলে তার প্রতিশোধ ভারতের উপর নিবে।