১৬ অক্টোবর ১৯৭১ঃ বিদেশী সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে নুরুল আমীন
পিডিপি প্রাদেশিক সভাপতি নুরুল আমীন বিদেশী সাংবাদিকদের বলেন আমাদের অঘোষিত শত্রু ভারত যে অস্বাভাবিক অবস্থা সৃষ্টি করেছে তাতে স্বাভাবিক সময়ের মত কোন কিছু আশা করা যায় না। তিনি বলেন ক্ষমতা হস্তান্তরের সহায়ক হবে এমন যে কোন ধরনের কাজ আমাদের করা উচিত। আমরা অলস ভাবে বসে থেকে এই দেশকে খণ্ড বিখণ্ড হতে দিতে পারিনা। প্রস্তাবিত শাসনতন্ত্রে পূর্ব পাকিস্তানের চাহিদা পরিপূরণের যদি নিশ্চিত বিধান সংযোজিত হয় তবে বর্তমান সমস্যার সমাধান না হওয়ার কোন কারন নেই। তিনি বলেন ভারত আমাদের উপর অঘোষিত যুদ্ধ চাপিয়ে দিয়ে আমাদের ঘরোয়া সমস্যা সমাধানে প্রতিবন্দকতা সৃষ্টি করছে। প্রদেশে এখন সন্তোষজনক ভাবে কিভাবে নির্বাচন হবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন দুষ্কৃতিকারীরা যে সন্ত্রাসজনক পরিস্থিতি সৃষ্টি করিয়াছে তাতে ভোটারদের মনে কিছুটা হলেও ভীতির সঞ্চার হয়েছে কিন্তু প্রার্থীদের মধ্যে নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে ভাল সাড়া পাওয়া যাচ্ছে। ।