১৬ অক্টোবর ১৯৭১ঃ ক্যাবিনেট সাব কমিটি ও ভারতীয় সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে বৈঠক
দৈনিক সংগ্রাম জানায় ভারতীয় সেনা প্রধান মানেকশ সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে এক বৈঠক করেছেন এবং বৈঠক শেষে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে সাক্ষাৎ করেছেন। পূর্ব পাকিস্তান ঘিরে ভারতীয় সৈন্য সমাবেশের পর এই তথ্য জানা যায়। মানেকশ উভয় সীমান্তে পাকিস্তানকে যোগ্য প্রত্যুত্তর দেয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছে। তিনি তার পরিকল্পনার সার সংক্ষেপ মিসেস গান্ধীকে অবহিত করেন। ভারতের ত্রিপুরার বাংলা পত্রিকা সংবাদ পত্রিকা জানায় ক্যাবিনেটের প্রতিরক্ষা বিষয়ক সাব কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী পাকিস্তানের রণ উন্মাদনায় ভারত প্রস্তুত রয়েছে। এক সরকারী মুখপাত্র বলেন পাকিস্তান তার উভয় অংশে রণ প্রস্তুতি সমাপ্ত করেছে। সম্প্রতি আগত শরণার্থীরাও অবহিত করছে পাকিস্তান্র রণসজ্জার কথা। এখন পাকিস্তান সীমান্তে প্ররোচনা দিচ্ছে।