১৬ অক্টোবর ১৯৭১ঃ নিষেধাজ্ঞা পরবর্তী জামাতের সমাবেশ
রাজনীতির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর প্রথম রাজনৈতিক দল হিসাবে জামাতে ইসলামী সমাবেশ করে। বায়তুল মোকাররম প্রাঙ্গণে শহর সভাপতি অধ্যাপক গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অধ্যাপক গোলাম আজম বলেন ভারত আমাদের পূর্ব পাকিস্তান স্বাধীন করে আমাদের দান করে দিয়ে যাবে এমন আত্মঘাতী ভাব বিলাস ত্যাগ করে আসুন স্বাধীন দেশে বসেই পাওনা অধিকার আদায় করে নেয়ার সংগ্রাম করি। তিনি বর্তমান অবস্থার জন্য আতাউর রহমান, মশিউর রহমান এবং ভুটটো কে দায়ী করেন।
মশিউর দেশে ফিরে আবার রাজনীতিতে ফিরে আসায় তাকে ধন্যবাদ জানান। শেখ মুজিবের নিন্দা করে তিনি বলেন শেখ মুজিব সমগ্র পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারতেন তিনি তা না করে আঞ্চলিকতাকে প্রাধান্য দিয়াছেন। তিনি নির্বাচিত হওয়ার পর একবারও পশ্চিম পাকিস্তানে যাননি এতেই বোঝা যায় তিনি কি চেয়েছিলেন। গোলাম আজম ‘তথাকথিত বাংলাদেশের’ ভুয়া শ্লোগানে কান না দিয়ে পাকিস্তানকে নতুনভাবে গড়ে তোলার আহবান জানান। বক্তব্যে তিনি দেশের যুদ্ধ অবস্থার জন্যে দায়ী ব্যক্তিদের তীব্র সমালোচনা করে। সভায় এসএমএইচ হুমায়ুন, মাহবুবুর রহমান গোরা, অধ্যক্ষ রুহুল কুদ্দুস (বাগেরহাট), এমএ রশীদ প্রমুখ জামাত নেতারা বক্তব্য রাখেন।