You dont have javascript enabled! Please enable it! 1971.10.16 | বেতার ভাষণে অর্থমন্ত্রী আবুল কাসেম - সংগ্রামের নোটবুক

১৬ অক্টোবর ১৯৭১ঃ বেতার ভাষণে অর্থমন্ত্রী আবুল কাসেম

প্রাদেশিক অর্থমন্ত্রী ও কাউন্সিল মুসলিম লীগ প্রাদেশিক সাধারন সম্পাদক আবুল কাসেম বেতার ভাষণে সমাজবিরোধীদের দ্বারা বিভ্রান্ত না হয়ে শত্রু-দেশে আশ্রয়গ্রহণকারীদের দেশে ফিরে আসার আহবান জানান। ভাষণে তিনি ফিরে আসা উদ্বাস্তুদের পুনর্বাসন এবং নিরাপত্তা দেয়া হবে বলেও আশ্বাস দেন। এ ছাড়া তাদের পুনর্বাসনের ক্ষতিপূরণ ও জীবনধারণের ব্যবস্থা করা হবে বলেও জানান। তিনি বলেন ভারতের ঘৃণ্য কারসাজিতে দেশের অস্তিত্ব এখন বিপন্ন। পাকিস্তানের ভিত্তিমুলে মরন আঘাত হানতে তারা প্রস্তুত। পাকিস্তানের আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় জনগণকে সর্বশক্তি নিয়ে এগিয়ে আসতে হবে। তিনি রাষ্ট্র বিরোধীদের দ্বারা দেশের যোগাযোগ ব্যবস্থা বিনষ্ট করার নিন্দা করেন।